মজার গল্প।ছোট মজার গল্প



সাপ ও ব্যাঙ



প্রচন্ড হাসির গল্প

ছোটদের মজার গল্প

চলুন আজকে আপনাদের একটা মজার গল্প বলি। তো চলুন শুরু করা যাক।


সে অনেক দিন আগের কথা। 

তখন একটা জঙ্গলে দুইটা বন্ধু বসবাস করতো। একটা হোলো সাপ একটা ব্যাঙ দুইজনে অনেক ভালো বন্ধু ছিলো। একসাথে শিকার করতো। আবার একসাথে সেগুলো ভাগ করে সমান ভাবে খেতো। তো এভাবে চলতে চলতে হঠাত করে একদিন ব্যাঙের মাথায় একটা চিন্তা এলো যে, দুনিয়াতে সবকিছু সোজা হয়ে চলে তবে আমার বন্ধু সাপ কেনো সোজা হয়ে চলে না। ব্যাঙ চিন্তা করে এই কথাটা তার বন্ধু সাপকেই জিজ্ঞেস করবে। তো যেমন ভাবা তেমন কাজ চলে গেলো জিজ্ঞেস করতে, গিয়ে ব্যাঙ সাপকে জিজ্ঞেস করছে বন্ধু এই দুনিয়াতে সবাই সোজা হয়ে চলাফেরা করে। এমনকি আমিও লাফিয়ে লাফিয়ে চললেও সোজা হয়ে চলি, তাহলে তুই কেনো আকাবাকা হয়ে চলাফেরা করিস ? এই প্রশ্নে সাপটি কোনো উত্তর খুজে না পেয়ে ভাবতে থাকে আমি যদি এর উত্তর দিতে না পারি তাহলে তো আমি আমার বন্ধুর কাছে ছোট হয়ে যাবো। সাপটা মনে মনে একটু অহংকার নিয়ে বানিয়ে বানিয়ে একটা উত্তর বলে, আমাকে দেখে অনেক মানুষ ভয় পায় আমার একটা কামড়ে একটা মানুষ মারা যায়। তাই সবার থেকে আমার শক্তি একটু বেশি তাই সবার থেকে আমি শক্তিশালি তাই আমি আকাবাকা হয়ে স্টাইল করে চলি, এই আকাবাকা হয়ে চলা এটা আমার স্টাইল। এই উত্তর শুনে ব্যাঙ ভাবে আসলেই তো তাই। তো এর পরে কেটে যায় অনেক দিন। একদিন ব্যাঙটি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলো যেতে যেতে দূর থেকে দেখে কি যেনো একটা লাঠির মতো সোজা হয়ে পরে আছে। কাছে গিয়ে দেখে তার বন্ধু মানুষকে ভয় দেখাতে গিয়ে লাঠির আঘাতে পটল তুলেছে, পটল তোলার পর সেই লাঠির মতোই সোজা হয়ে পরে আছে । তখন ব্যাঙটি একটু কষ্ট পেয়ে বলে। হাইরে আমার বন্ধু তুই সোজা হলি হলি মরার পরেই হলি ।

সাপ ও ব্যাঙের গল্প।

এমন মজার গল্প পেতে সাথে সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪