জান্নাতি মৃত্যুর ১২ টি লক্ষণ
ছবি |
জান্নাতি মৃত্যুর লক্ষণ
১। মৃত্যুর সময় কালিমা পাঠ করা।
২। মৃত্যুর সময় কপাল থেকে ঘাম বের হওয়া।
৩। জুম্মার রাত বা দিনে মৃত্যু বরণ করা
৪। আল্লাহর রাস্তায় যুদ্ধরত (আল্লাহর ইবাদতের সময়) অবস্থায় মৃত্যু বরণ করলে।
৫। প্লেগ (কলেরা) রোগে মৃত্যু বরণ করলে।
৬। যে কোনো পেটের পিড়ায় মৃত্যু বরণ করলে।
৭। কোনো কিছু ধসে পড়া বা চাপা পড়া পানিতে ডুবে মৃত্যু বরণ করলে।
৮। গর্ভবতী অবস্থায় নারী মৃত্যু বরণ করলে।
৯। আগুনে পুড়ে বা যক্ষা রোগে মৃত্যু বরণ করলে।
১০। নিজের ধনসম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে
১১। আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু বরণ করলে।
১২। নেক আমল রত অবস্থায় মৃত্যু বরণ করলে।
আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন তোমরা যদি আমার একটা হাদিস ও জানো যদি তা হয় একটা কালিমার সমান তা তোমরা মানুষের কাছে প্রচার করে দাও।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জান্নাতি মৃত্যু নসিব করুন, (আমিন)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url