ঘুম থেকে উঠার দোয়া
ঘুম থেকে উঠার দোয়া বাংলায়
ঘুম থেকে উঠার দোয়া অর্থসহ
ঘুমানোর দোয়া ও ঘুম থেকে উঠার দোয়া
ঘুম আল্লাহর দেওয়া একটি অনেক বড়ো নিয়ামত আমাদের জন্য। এই ঘুম আমাদের জন্য একটা ইবাদত ও বটে। মুমিনের কোনো কাজ বা আমল জখন আল্লাহর হুকুম ও রাসুল (সাঃ) এর এর সুন্নত অনুযায়ী হয় তখন সেই ঘুম মুমিনের জন্য ইবাদতে পরিণত হয়।
আল্লাহ তায়ালা পবিত্র আল কোরআনে বলেন, 'তোমাদের জন্য নিদ্রাকে করেছি আরামদায়ক ও ক্লান্ত দুরকারী। (সুরা নাবা,আয়াত ঃ ০৯)
ঘুম থেকে উঠার দোয়া,
বাংলা উচ্চারণঃ আলহামদুলিল্লা হিল্লাজি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত করার পর, পুনরায় আবার জীবিত করেছেন। এবং তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। (বুখারি, হাদিস ঃ ৬৩২৪)
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url