১০টি সুন্দর গুরুত্বপুর্ণ হাদিস।



১। আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) বলেছেন ঃ

তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষন না আমি তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষের চেয়ে

বেশি প্রিয় না হবো ।

অতএব এই হাদিসে আমরা বুঝলাম যে, আমরা ততক্ষন মুমিন হতে পারবো না যতক্ষন । আমাদের আত্যিয় সজন বা আমাদের বাবা মা স্ত্রীর থেকে। আল্লাহর রাসুল (সাঃ) কে অধিক বেশি ভালো না বাসবো।

(সহিহ বুখারি।অধ্যায়ঃ  ২ ঈমান, হাদিস নাম্বারঃ১৪)


২। রাসুল (সাঃ) বলেছেন যে ব্যাক্তি আমার প্রতি মিথ্যা কথা মানুষকে বলবে, আমার নামে মিথ্যা কথা মানুষের কাছে আরোপ করবে সে জাহান্নামে যাবে। 

( সহিহ বুখারীঃ ১০৭,১০৮,১০৯,১১০,১১১, সহীহ মুসলিম, মুকাদ্দামা)


৩। যে ব্যাক্তি (পুরুষ) পায়ের গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পবে,

সে জাহান্নামে যাবে।

(সহীহ বুখারীঃ ৫৩৭১, মিশকাত, হাঃ ৪১২৫


৪। রাসুল (সাঃ) বলেছেন ঃ কালোজিরায় মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা রয়েছে।

(বুখারী, হাঃ৫২৮৬ ও মুসলিম)


৫। রাসুল (সাঃ) বলেছেন যারা আমার সুন্নতের উপর বিরাগ ( অনিহা প্রকাশ) করবে ,

তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।

(সহীহ বুখারীঃ৪৬৯৭) 

এই হাদিসে মুলত বিদাআত সাইয়্যা তথা মন্দ বিদয়াতকে বুঝানো হয়েছে। বিদআতে হাসানাকে বুঝানো হয়নি। বিদয়াতে হাসানা মানেঃ কুরআন একত্র করা, কুরআনে জের, যবর পেশ লাগানো মসজিদ মাদ্রাসা , ইলমে দ্বীনের কাজের বিনিময়ে হাদিয়া নেওয়া ইত্যাদি।


৬। যে ব্যাক্তি মারা গেলো অথচ জিহাদ (অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ) করেনি এমনকি জিহাদের আকাঙ্ক্ষাও ব্যাক্ত করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যু বরণ করলো।

(সহীহ মুসলিমঃ৪৭৭৯, নাসায়ীঃ৩০৯৯)


৭। রাসুল (সাঃ) বলেছেনঃ যে ব্যাক্তি প্রতি ফরয নামাজ শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে 

প্রবেশ করতে ম্রিত্যু ছাড়া আর কোন কিছু বাধা হবে না।

(আহমাদ, মিশকাত হাঃ৪৬৯৩)


৮। যে ব্যাক্তি উযু করে এবং উযুকে পুর্ণাংগরুপে স্মপন্ন করে, তারপর কালেমা শাহাদাত পাঠ করে

তার জন্য জান্নাতের ৮(আট) টি দরজা খুলে যায়। সে যে, দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে।

(সহীহ মুসলিমঃ৪৬০, তিরমিযীঃ৫৫, ইবনু মাযাহঃ ৪৭০)


৯। যে ব্যাক্তি, দিনে একবার রাতে ১বার  আত্নরিকতার সাথে সায়্যিদুল ইস্তেগফার পাঠ করে।

যদি সে দিনে বা রাতে মারা যায়, তাহলে ওই ব্যাক্তি জান্নাতে প্রবেশ করবে।

(সহীহ বুখারীঃ৫৮৬৭)


১০। রাসুল (সাঃ) ইরশাদ করেছেন ,তোমাদের মধ্যে সে ব্যাক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যাকে শিক্ষা দেয়।

 (সহীহ বুখারীঃ৪৬৬১, ৪৬৬২)


আল্লাহ তায়ালা আমাদের সকলকে তার নিয়ম অনুযায়ি চলার তোফিক দান করুন।

এবং তার রাসুল (সাঃ) এর পথ অনুসরণ করার ইমানি শক্তি দান করুন আমিন।








 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪