সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো করবেন।
শেষ রাতে দ্রুতো ঘুম থেকে উঠার চেষ্টা করবেন। কারণ বিশেষ করে শেষ রাতে দোয়া কবুল হওয়ার ফজিলত রয়েছে। শেষ রাতে আল্লাহর কাছে তৌবা করার সবচেয়ে ভালো সময়।
আল্লাহ তায়ালা জান্নাতবাসীদের সম্পর্কে কোরআনে ইরশাদ করেনঃ তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। (সুরা জারিয়াত,আয়াতঃ১৮)
তো সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো করবেন। চলুন এ বিষয়ে ইসলাম কি বলছে যেনে নিই,
১। ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেটা করবেন হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করতে হবে। বুখারী হাদিসঃ ১৮৩।
২। ঘুম থেকে উঠার পর দোয়া পড়া। দোয়াটি হলো ঃ উচ্চারণঃ আলহামদু লিল্লাহিল্লাজি আহ ইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
অর্থ ঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন। আর তার দিকেই পুনরুত্থান। ( বুখারী। হাদিসঃ ৬৩২৪)
৩। তারপর আল্লাহর কাছে দোয়া করাঃ উবাদা ইবনে সামেত (রাঃ) থেকে বর্নিত, নবি করিম (সাঃ) বলেছেন, যে ব্যাক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবেঃ
উচ্চারণঃ লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর, আল-হামদু লিল্লাহ, ওয়া সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।
অথবা বলবে, আল্লাহুম্মাগ ফিরলি- হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। কিংবা যে কোনো দোয়া করবে। এই দোয়া কবুল করা হবে। (বুখারী, হাদিস ঃ ১১৫৪)
৪। আকাশের দিকে তাকিয়ে সুরা আলে ইমরানের শেষ ১০ আয়াত পাঠ করবে। মুসলিম, হাদিসঃ৬৬৩)
৫। মিসওয়াক করা। আল্লাহর রাসুল (সাঃ) ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। বুখারী, হাদিস ঃ ২৪৫)
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url