জীবনে সুখি হওয়ার ১০ টি উপায়।
১। অন্যের কাজে নাক না গলানো। এটার মানে বোঝা যায় যে, অযথা বিষয় নিয়ে কারো সাথে
তর্কে জরানো যাবে না। অথবা অন্য কারোর মতামতের উপর আপনি কোনো কথা বলবেন না।
২। ক্ষমা করে মনে না রাখা। মনে করুন আপনার কাছে কেউ দোস করেছে এমন দোষ যেটা সে আপনার কাছেই এসে বলেছে এবং ক্ষমা চেয়েছে আপনি ক্ষমা করে দিছেন। এটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার মনের মধ্যে হিংসা জন্ম নিতে পারে, আর মনে হিংসা থাকলে মানুষ সুখি থাকে না।
৩। হিংসাকে মাটি চাপা দিয়ে দিন। আপনার বাড়ি আছে গাড়ি আছে এটা নিয়ে হিংসা করবেন না। অথবা আপনি একটু ভালো কাপর পরে আছেন এবং আপনার সামনের মানুষ আপনার থেকে একটু খারাপ নোংরা কাপোর পরে আছে এগুলো দেখে হিংসে করবেন না।
৪। নিজেকে বদলাতে হবে। বর্তমানে আপনি যে স্থানে আছেন যদি আপনি নিজেকে না বদলান তাহলে কোনোদিন একটা মানুষ সুখি হতে পারবে না। নিজেকে বদলানোর মধ্যে রয়েছে একটা লুকাহিতো সফলতা যেটা আপনাকে সফলতা অর্জন করাবে।
৫। যা থেকে পরিত্রান পাবেন না তা সহ্য করে নিন।
৬। সবসময় আল্লাহকে স্বরন করুন। যে কোনো বিপদ আপদে আল্লাহ আপনাকে রক্ষা করবে।মনে অশান্তি-শান্তি, সুখ-দুঃখ, অভাব অনটন সব আল্লহর পক্ষ থেকে আসে তাই। উচিত সবসময় আল্লাহকে স্বরনে রাখা। এবং সমস্থ কাজ করার সময় আল্লাহর ওপর ভরসা রাখা।
৭। মনকে শুন্য রাখবেন না।
৮। অতিত নিয়ে ভাববেন না।
৯।ধর্মিয় নিয়মে জীবণ চালানো।
১০। কারোর প্রতি জুলুম না করা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url