বাংলা হাদিস বুখারী শরীফ।
বুখারী শরীফ হাদিস বাংলা
বুখারী শরীফ হাদিস নং ১ বাংলা
শিক্ষামূলক ছোট হাদিস
সনদ সহ ছোট হাদিস
১০ টি গুরুত্বপূর্ণ হাদিস
১। রাসুল (সাঃ) বলেছেন আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, যদি তা হয় একটি আয়াতের সমান। (সহীহ বুখারীঃ৩১১৫)
২। রাসুল (সাঃ) বলেছেন, কোন ব্যাক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যিথেষ্ঠ যে, সে যা শোনে তা-ই মানুষের কাছে বলে, ( কোন যাচাই ব্যাতীত) সহীহ মুসলিম , মুকাদ্দামা অনুচ্ছেদ ৩)
৩। রাসুল (সাঃ) বলেছেন যে ব্যাক্তি আমার নামে মিথ্যা আরপ করবে সে জাহান্নামে যাবে। হাদিস নাম্বার
সহীহ বুখারীঃ ১০৭, ১০৯, ১১০, ১১১ সহীহ মুস্লিম মুকাদ্দামা)
৪। পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতা-মাতার অসুন্তষ্টতে আল্লাহ অসুন্তষ্ট। (তিরমিযী, সনদ হাসান , মিশকাতঃ৪৭১০।
৫। পাচ ওয়াক্ত আদায় করলে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সাওয়াব পাওয়া যায়। সহীহ বুখায়, মুসলিম ও তিরমিযীঃ২১৩)
৬। ক্বিয়ামতের দিন বান্দার সর্ব প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ( সহীহ তিরমিযীঃ ৪১৩, ইবনু মাযাহঃ ১৪২৫,১৪২৬)।
৭। যে ব্যাক্তি ফজর ও আছরের সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে।
( সহীহ বুখারী ৫৪৬)
৮। যে পুরুষ পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরবে সে জাহান্নামে যবে।
(সহীহ বুখারীঃ৫৩৭১)
৯। আত্বীয়ের সাথে ভালো ব্যাবহার করলে রিজিকে ও হায়াতে বরকত নাজিল হয়।
(সহীহ বুখারীঃ৫৫৫৯,৫৫৬০)
১০। যখন কোন ব্যাক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে , তখন ফেরেশতাগন বলেন, আমিন, এবং তোমার জন্যও অনুরুপ হবে।
সহীহ মুসলিম ও আবু দাউদ, হাঃ১৫৩৪।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url